স্টাফ রিপোর্টার ::
শাল্লা উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর (শুক্রবার) দুপুর ১২টায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা আ:লীগের সিনিয়র সহ সভাপতি ও শাল্লা ইউপি চেয়ারম্যান আব্দুস ছাত্তারের সভাপতিত্বে ও উপজেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক স¤পাদক ফসিহ উদ্দিন (নওশের) মনিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন কৃষক লীগের সাবেক সভাপতি কাজল কান্তি চৌধুরী, আ.লীগের সাংগঠনিক স¤পাদক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রান্টু লাল দাস, যুগ্ম সাধারণ স¤পাদক এমদাদুল হক, দপ্তর স¤পাদক অরিন্দম চৌধুরী সাগর, ক্রীড়া স¤পাদক লুৎফর রহমান, যুবলীগের সাবেক আহ্বায়ক তকবীর হোসেন, যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী অপু, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক স¤পাদক মিহির কান্তি রায়, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাবেক সভাপতি ও বাহাড়া ইউপি সদস্য হাবিবুর রহমান হাবিব, সাধারণ স¤পাদক মিঠু চন্দ্র বিশ্বাস, ছাত্রলীগ নেতা শ্রীবাস দাস প্রমুখ।