জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে বৈষ্ণব কবি রাধারমণ দত্ত পুরকায়স্থ-এর ১০৮তম প্রয়াণ দিবস উপলক্ষে রাধারমণ উৎসব উদযাপনের লক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌর এলাকার কেশবপুর বাজারে রাধারমণ সমাজকল্যাণ সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আ.লীগের উপদেষ্টা ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ।
রাধারমণ সমাজকল্যাণ সাংস্কৃতিক পরিষদের সভাপতি জিলু মিয়ার সভাপতিত্বে এবং আ.লীগ নেতা জামিল আহমদ ও ছাত্রনেতা সানি আহমেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র শফিকুল হক, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য মাহতাবুল হাসান সমুজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, পৌর কাউন্সিলর কৃষ্ণ চন্দ্র চন্দ, সাবেক পৌর কমিশনার আবু সুফিয়ান ঝুনু। এতে স্বাগত বক্তব্য রাখেন রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর তাজিবুর রহমান।
এ সময় আ.লীগ নেতা আবদুল হান্নান, রাধারমণ সমাজকল্যাণ সাংস্কৃতিক পরিষদের সহ-সভাপতি আছকির আলী, যুগ্ম-সম্পাদক রমজান আলী, কোষাধ্যক্ষ চুনু মিয়া, সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া, নির্বাহী সদস্য টুনু মিয়া, তোতা মিয়া, তেরাই মিয়া, তৈয়ব আলী, মিরাস আলী, মখলিছ মিয়া, মিজান মিয়া, ইদ্রিছ আলী, রুহিন মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় রাধারমণ উৎসব উদযাপনে দেশ ও বিদেশে থাকা সবার সার্বিক সহযোগিতা কামনা করা হয়।