মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলার মধ্যনগর মা ও শিশু কল্যাণ কেন্দ্রটিতে বিনামূল্যে গর্ভবতি মায়েদেরকে স্বাস্থ্য পরীক্ষা, নরমাল ডেলিভারিকরণ ও প্রসব পরবর্তী মা এবং নবজাতক শিশুদেরকে ২৪ ঘণ্টা সেবা দেওয়ার বিষয়টি অবগত করার লক্ষ্যে জনসচেতনতা বাড়াতে উপজেলার মধ্যনগর বাজারে মাইকিং করা হয়েছে। ধর্মপাশা উপজেলা পরিকল্পনা পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে শনিবার সকাল ১০টা থেকে ওইদিন বিকেল তিনটা পর্যন্ত মাইকিং করে এই প্রচারণা চালানো হয়। ধর্মপাশা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের মেডিকেল অফিসার (মা ও শিশু স্বাস্থ্য) ডা. মিজানুর রহমান রনি বলেন, এই মা ও শিশু কল্যাণ কেন্দ্রটিতে কী কী সেবা দেওয়া হয় তা অনেকেই জানেন না। তাই মা ও শিশুর মৃত্যুর হার কমাতে এবং জনসচেতনতা বাড়াতে এই মাইকিং করা হয়েছে।