1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৪:১০ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

মডেল শহর গড়ায় সম্মিলিতভাবে কাজ করতে হবে

  • আপডেট সময় রবিবার, ১ অক্টোবর, ২০২৩

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ শহরের পরিকল্পিত উন্নয়ন প্রত্যাশায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও লাইব্রেরির সভাপতি দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। এতে মুখ্য আলোচকের বক্তব্য রাখেন পৌর মেয়র নাদের বখত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রফেসর পরিমল কান্তি দে, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আলী আমজদ, জাতীয় মহিলা সমিতির সহ-সভাপতি দিলারা বেগম।
সংলাপ অনুষ্ঠানে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, শহর উন্নয়নে আমরা ছোট ছোট পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে পারি। আস্তে আস্তে বড় বড় পরিকল্পনা গ্রহণ করা যাবে। এক সাথে সকল সমস্যা সমাধান সম্ভব নয়। শহর পরিচ্ছন্ন রাখার বিষয়ে তিনি বলেন, পৌর নাগরিকদের দায়িত্ব হলো বাসা-বাড়ির ময়লা-আবর্জনা পৌর কর্তৃপক্ষের নির্দিষ্ট স্থানে রাখা। পৌর ক্লিনারের কাজ হলো সময়মত ময়লা-আবর্জনা তোলে নিয়ে অপসারণ করা। তখন শহর, বাসা-বাড়ির আঙিনা পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে।
কামারখালের বিষয়ে তিনি বলেন, কামারখাল নদীর সাথে সংযোগ দিলে প্রবল বেগে পানি প্রবাহিত হবে। এক পর্যায়ে খালেরপাড় ভাঙবে। পাড়া-মহল্লায় পানি ঢুকবে।
জেলা প্রশাসক বলেন, পুরাতন বাসস্ট্যান্ডকে আগামী জানুয়ারি মাসে সরিয়ে নেয়া হবে ওয়েজখালিতে। সেখানে একটি পুকুর ভরাট করে বাসস্ট্যান্ড নির্মাণ করা হচ্ছে। তিনি বলেন, টাউন হল মার্কেটের উন্নয়নে পরিকল্পনা নেয়া হয়েছে।
তিনি আরও বলেন, চাউল বাজার কিচেন মার্কেটের পূর্বপাশে নেয়া হয়েছে। এখন সংকীর্ণ সড়ক প্রশস্ত হয়েছে। মহিলা হোস্টেলের মেয়েরা নিরাপদে আসা-যাওয়া করতে পারবে। পৌর এলাকার সার্বিক উন্নয়নে এবং আগামী দিনে সুনামগঞ্জ শহরকে মডেল শহর গড়ায় সম্মিলিতভাবে কাজ করতে হবে। এতে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা থাকবে।
সংলাপ অনুষ্ঠানের মুখ্য আলোচক পৌর মেয়র নাদের বখত বলেন, শহরের উন্নয়নকাজ অব্যাহত আছে। শহরের মধ্যে সকল ভাঙা সড়কের দ্রুত উন্নয়ন হবে। দীর্ঘ পরিকল্পিত উন্নয়ন করতে প্রশাসনসহ সকল নাগরিকের সহযোগিতা প্রয়োজন।
শহর পরিচ্ছন্নতার বিষয়ে মেয়র বলেন, পৌরসভার পক্ষ থেকে প্রতিটি পয়েন্টে ডাস্টবিন রাখা আছে। কিন্তু মানুষজনের সঠিক ব্যবহার নেই। কিন্তু পরিচ্ছন্নতাকর্মী বাড়ানো হয়েছে। রাস্তা-ঘাটের বিষয়ে তিনি বলেন, যে স্থানে বিটুমিনাস রাস্তা প্রয়োজন, সেখানে বিটুমিনাস হবে। যেখানে আরসিসি প্রয়োজন, সেখানে আরসিসি হচ্ছে।
লাইসেন্সবিহীন যান চলাচলের বিষয়ে মেয়র নাদের বখত বলেন, শহরে চলাচলকারী অবৈধ যানবাহন আমরা বন্ধ করার উদ্যোগ নিয়েছি। তখন যানজটমুক্ত শহর হবে।
কামারখাল উদ্ধার বিষয়ে মেয়র নাদের বখত বলেন, প্রায় ৯০ ভাগ খাল উদ্ধার হয়েছে। কামারখাল সংরক্ষণ হবে এবং শহরের রাস্তা-ঘাট আরও প্রশস্ত করা হবে। এই জন্য আলীমাবাগ মসজিদ ও দুর্গাবাড়ি মন্দির সরানোর সকল ব্যবস্থা করা হয়েছে। এতে সকলে মিলে সহযোগিতা করেছেন।
তিনি আরও বলেন, স্কুলের সময়ে লঞ্চঘাট, রিভারভিউ এলাকায় শিক্ষার্থীদের আনাগোনা লক্ষ করা গেছে। ধূমপান ও ইভটিজিং বন্ধ করা হবে। এতে প্রত্যেক অভিভাবকের সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে সুরমা নদী খনন, খাল খনন, কামারখালকে দৃষ্টিনন্দন করে সংরক্ষণ করা, খালের উপর ড্রেন নির্মাণ করা, ড্রেনের উপর চলাচল রাস্তা নির্মাণ করা, যানজটমুক্ত শহর গড়ে তোলা, মুক্তিযুদ্ধের স্মৃতিফলক নির্মাণ করা, বর্জ্য অপসারণ করা, পাবলিক লাইব্রেরিতে পাঠকের সংখ্যা বৃদ্ধি করা ও শহরের সকল পুকুর সংরক্ষণ বিষয়ে বক্তারা নানা প্রশ্ন, পরামর্শ ও প্রস্তাব উপস্থাপন করেন। সংলাপ অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন লেখক কবি সুখেন্দু সেন।
শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক প্রথম আলো নিজস্ব প্রতিবেদক অ্যাড. খলিল রহমানের পরিচালনায় মুক্ত আলোচনায় অংশ নেন ভারতের আগরতলা বীর বিক্রম কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক পূর্ণেন্দু কান্তি দাস, নুরুর রব চৌধুরী, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক ও প্রকাশক পংকজ দে, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফৌজি আরা বেগম শাম্মী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. নজরুল ইসলাম, ডাচ বাংলা ব্যাংকের ম্যানেজার গোলাম আজাদ, জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য্য, কবি মুনমুন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, আবু সুফিয়ান, সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ আল নোমান, চিত্তরঞ্জন তালুকদার, অ্যাড. এনাম আহমদ, মাহবুল হাছান শাহীন, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বিশ্ব সাহিত্য কেন্দ্রের আলতাফ হোসেন, পরিবেশকর্মী এ কে আবু নাসের, কবি কোহিনুর বেগম, শিক্ষক অনুপ নারায়ণ তালুকদার, লাইব্রেরির সহ-সভাপতি শওকত আলী, সদস্য আবুল হোসেন ও দেওয়ান গিয়াস চৌধুরী, হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ, সালেহ আহমদ, মতিউর রহমান, আশরাফ হোসেন লিটন, আবু সাঈদ, সোহাগ চৌধুরী, শিক্ষক নেতা রুহুল আমিন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com