জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা আ.লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে কেককাটা, আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাবেক যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, সুজিত কুমার রায়, সাবেক সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ফিরোজ আলী, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক নুরুল হক, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক শশী কান্ত গোপ, পৌর যুবলীগ নেতা সাবুল আহমদ, এম শামীম আহমদ, রাজিব চৌধুরী বাবু, শানুর মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, যুগ্ম-সম্পাদক সাফরোজ ইসলাম রুনু প্রমুখ। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।