প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপনে শান্তিগঞ্জ আ.লীগের আনন্দ শোভাযাত্রা
স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা করেছে শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। শুক্রবার বিকেলে আনন্দ শোভাযাত্রা, কেক কাটা ও দোয়া মাহফিলে অংশ নেন হাজারো নেতাকর্মী।
শান্তিগঞ্জের হ্যাচারি এলাকা থেকে শুরু হয়ে আনন্দ শোভাযাত্রাটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শান্তিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে কেক কাটেন দলীয় নেতাকর্মীরা। অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতুর সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক নূর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন। স্বাগত বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভ বণিক, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আসাদুর রহমান আসাদ, জয়কলস ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল বাছিত সুজন, তেরাব আলী, মাওলানা আব্দুল কাইয়ুম, জ্যোতিভূষণ তালুকদার ঝন্টু, শাহিনুর রহমান শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল কবির, গোলাম মুস্তফা, পাথারিয়া ইউপি চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সৈয়দুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক মো. সহিদ মিয়া, দপ্তর সম্পাদক সেলিম রেজা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাসুক পারভেজ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ফয়জুল করিম, কোষাধ্যক্ষ রুকনুজ্জামান রুকন, উপ-দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, সদস্য পাভেল আহমদ, জয়ন্ত ব্যানার্জি, জাহাঙ্গীর আলম; উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান রফিক খান, পশ্চিম পাগলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল হক, চেয়ারম্যান মনির উদ্দিন, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ফয়েজুর রহমান, যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম মইনুল, উপজেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অমিত, উপজেলা যুবলীগের সহ-সভাপতি জুবেল আহমদ, পাথারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর আলম, দরগাপাশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু খালেদ চৌধুরী রুবেল, ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মনসুর আলম সুজন, সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমদ, সহ-সভাপতি দিলন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল দাস, তোফায়েল আহমদ প্রমুখ।