স্টাফ রিপোর্টার ::
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমীর জেলা শাখার উদ্যোগে শিশুদের রচনা, হামদ, নাত প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার সকালে জেলা সরকারী গ্রন্থাগার মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাও. তাজুল ইসলাম। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার আব্দুস সাত্তার।
জেলা শিশু একাডেমির শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লেখক ও গবেষক সুবাস উদ্দিন, সমবায় কর্মকর্তা মাসুদ আহমদ, জেলা সরকারী গ্রন্থাগারের পরিমল শর্মা।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
রচনা লিখন প্রতিযোগিতা (৪র্থ থেকে ৬ষ্ঠ) খ বিভাগে ১ম পুরস্কার পেয়েছেন দ্বীনি সিনিয়র আলিম
মডেল মাদ্রাসার শিক্ষার্থী আফিফা হাসনাত তাসনিম, ২য় পুরস্কার পেয়েছেন এইচএমপি
উচ্চবিদ্যালয়ের নাজমুস সালেহীন ফাইয়াজ, ৩য় পুরস্কার পেয়েছেন সরকারী এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের মরিয়ম ইসলাম।
একই বিষয়ে (৭ম থেকে ১০ম) গ বিভাগে ১ম পুরস্কার পেয়েছেন সরকারী এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের লুবাবা নুসরাত, ২য় পুরস্কার পেয়েছেন একই বিদ্যালয়ের তাসনিম আহমদ ফারিন, ৩য় পুরস্কার পেয়েছেন নুসরাত রশীদ নোভা।
হামদ নাত : ৩য় শ্রেণী শিক্ষার্থীদের মধ্যে ১ম পুরস্কার পেয়েছেন উন্মে আফরীন মালিহা, চাইল্ড কেয়ার একাডেমী, ড্যাফডিল কিন্ডার গার্টেনের নুসরাত আহমদ পেয়েছেন ২য় পুরস্কার, ৩য় পুরস্কার পেয়েছেন সৃজন বিদ্যাপীঠের শায়লা ইসলাম নাজিয়া।
একই বিষয়ে (৪র্থ থেকে ৬ষ্ঠ) শিক্ষার্থীদের মধ্যে ১ম পুরস্কার পেয়েছেন চাইল্ড কেয়ার একাডেমীর নুশরাত রশিদ নাজা, ২য় পুরস্কার পেয়েছেন আহমদ সায়লা মুহিত পিটিআই স্কুল, ৩য় পুরস্কার পেয়েছেন দ্বীনি সিনিয়র আলিম মডেল মাদ্রাসার শিক্ষার্থী আফিফা হাসনাত তাসনিম।
একই বিষয়ে (৭ম থেকে ১০ম) শ্রেণী শিক্ষার্থীর মধ্যে ১ম পুরস্কার পেয়েছেন দ্বীনি সিনিয়র আলিম মডেল মাদ্রাসার জাকিয়া খানম তাহেরা, ২য় পুরস্কার পেয়েছেন সরকারী এসসি বালিকা উচ্চবিদ্যালয়ের নুসরাত রসিদ নোভা, ৩য় পুরস্কার পেয়েছেন সরকারী এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তাসনিয়া আখঞ্জি।
পুরস্কার বিতরণ শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পেশ করেন মাওলানা তাজুল ইসলাম।