তাহিরপুর প্রতিনিধি ::
যাদুকাটা নদীতে নৌকা ডুবে কাছম আলী (৫৫) নামের পাথর শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটেছে তাহিরপুর উপজেলার বারেকটিলা খেয়াঘাট এলাকার উত্তরে যাদুকাটা নদীতে। নিহত শ্রমিক উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মাহারাম গুচ্ছ গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ লাশের সুরতহাল ও সকল আইনি প্রক্রিয়া শেষ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করবে।
নিহতের পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে কাছম আলী তার স্ত্রী ও ছেলেকে নিয়ে ছোট একটি বারকি নৌকায় পাথর বোঝাই করে ১২০৩ সীমান্ত পিলার এলাকার যাদুকাটা নদীর জিরো পয়েন্ট থেকে বারেক টিলা খেয়াঘাট এলাকার দিয়ে ফেরার পথে নৌকাটি হঠাৎ ডুবে যায়। এ সময় নৌকায় থাকা তার স্ত্রী ও ছেলে সাঁতার কেটে নদীর তীরে উঠে আসলেও পাথর শ্রমিক বৃদ্ধ কাছম আলী পানিতে তলিয়ে যান। পরে সকাল ৭টায় বারেক টিলা খেয়াঘাট এলাকায় তার লাশ ভেসে উঠলে পারিবার ও স্থানীয় লোকজন নদী থেকে উদ্ধার করে।