স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে প্রত্যয় জব কেয়ারের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই ওরিয়েন্টেশন ক্লাস। এসময় বক্তব্য রাখেন প্রভাষক কাঞ্চন বৈদ্য, মো. সাজিদুর রহমান, একে আজাদ, শিপন চন্দ্র পাল, বিদ্যুৎ হোম চৌধুরী, চন্দন আচার্য্য, নরেন ভট্টাচার্য প্রমুখ।
প্রসঙ্গত, ১০-২০ তম গ্রেডের চাকুরীর জন্য সহায়ক প্রতিষ্ঠান এটি। ওরিয়েন্টেশনে বিপুলসংখ্যক চাকুরী প্রত্যাশী অংশগ্রহণ করেন। তারা চাকুরী পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য প্রত্যয় জব কেয়ারের সর্বোচ্চ সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।