স্টাফ রিপোর্টার ::
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে রাজাপুরা দরবার শরীফের হোসাইনীয়া কমিটি সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে জসনে জুলুছ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার বেলা ১১টায় শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ওইদিন দুপুরে শহরে র্যালি বের হয়। র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজাপুরা দরবার শরীফ এর পীর আল্লামা শাহ মোহাম্মদ নাদিমুর রশিদ আল ক্বাদেরী। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নোমান বখত পলিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. আবুল হোসেন, দ্বীনি সিনিয়র ফাজিল মডেল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আলীনূর, আওয়ামী লীগ নেতা অ্যাড. এম শামীম আহমদ, হোসাইনীয়া কমিটি বাংলাদেশ এর কেন্দ্রীয় নেতা মাওলানা সিরাজুল ইসলাম খায়ের, হোসাইনীয়া যুব কমিটির কেন্দ্রীয় সাধারণ স¤পাদক মুফতি কে এম শামীম আহমদ চৌধুরী, সহ সভাপতি মুফতি সালাহ উদ্দিন আল ক্বাদেরী, যুগ্ম স¤পাদক মুফতি কে এম নজরুল ইসলাম, মাও. ইমরান হোসাইন আল আযহারি, মাও. মিজানুর রহমান রাজাপুরী, মাও. আশরাফুল ইসলাম রাজাপুরী, হোসাইনীয়া কমিটি নেতা বোরহান আহমদ, মাও. নাজমুল হুদা মিসবাহ, মাও. আব্দুর রহিম, মাও. দেলোয়ার হোসাইন, আব্দুল মবিন মুহুরী, রোকন উদ্দিন মুহুরী, ডা. সাইদুর রহমান।