স্টাফ রিপোর্টার ::
‘কথায় গাঁথা সুরের মালা’ চার লোককবির গান নিয়ে বৈঠকি সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মা-মনি জুয়েলার্স পরিবারের উদ্যোগে শহরের কাজীর পয়েন্ট এলাকায় একটি কমিউনিটি সেন্টার মিলনায়তনে এই সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
মা-মনি জুয়েলার্সের সত্ত্বাধিকারী ও বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন জেলা শাখার সাধারণ স¤পাদক নিলেন্দু কর্মকার চন্দন এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেন।
অনুষ্ঠানে বৈষ্ণব কবি রাধারমণ দত্ত, মরমী কবি হাছনরাজা, জ্ঞানের সাগর দুর্বীণ শাহ এবং বাউল স¤্রাট শাহ আব্দুল করিমের গান পরিবেশন করা হয়।
গান পরিবেশন করেন সংগীত শিল্পী মাকসুদুর রহমান দিপু, রশনী পাল প্রাপ্তি, রূপশ্রী রায়, প্রিয়া পাল, পংকজ দাস।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন নিলেন্দু কর্মকার চন্দনের মেয়ে নবনী কর্মকার অনুভা।
গানের ফাঁকে ফাঁকে আলোচনা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাড. পীর মতিউর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ স¤পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, দৈনিক সুনামগঞ্জের ডাক সম্পাদক ও প্রকাশক এবং সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শেরগুল আহমদ, পৌর কাউন্সিলর সামিনা চৌধুরী মনি, রঞ্জন বিশ্বাস, কেন্দ্রীয় বাজুস সহ-সভাপতি প্রবীর চন্দ্র ঘোষ, সুপ্রীম কোর্টের অ্যাড. বিমল রায়, স্বপন কর্মকার প্রমুখ।
এ ছাড়াও লোকদল শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি বিধান চন্দ্র বাঁধন ও সাধারণ স¤পাদক তুর্য দাস রায়সহ বিশিষ্টজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।