জগন্নাথপুর প্রতিনিধি ::
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জগন্নাথপুরে প্রতি বছরের মতো এবারো পীর মোহাম্মদ আজিম শাহ আল চিশতি-এর উদ্যোগে মুবারক র্যালি, আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন অঞ্চল ও দেশের বিভিন্ন স্থান থেকে খন্ডখন্ড মুবারক র্যালি সহকারে রাসুল (সা.) ধর্মপ্রাণ মুসলিম-জনতা ইকড়ছই মাদ্রাসা প্রাঙ্গণে এসে মিলিত হন। পরে বিশাল মুবারক র্যালি বের হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইকড়ছই মাদ্রাসা প্রাঙ্গনে গিয়ে আলোচনাসভা ও মিলাদ মাহফিলে মিলিত হয়। র্যালিতে হাজারো ধর্মপ্রাণ মুসলিম জনতা অংশগ্রহণ করেন। র্যালিটি শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষে থানা পুলিশ দায়িত্ব পালন করেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। পীর মোহাম্মদ আজিম শাহ আল চিশতির সভাপতিত্বে ও ছাত্রনেতা মইনুল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন হযরত মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ আল মাসুদ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান। বক্তব্য রাখেন মাওলানা মুফতি বদর উদ্দিন আল আমিন প্রমুখ। এতে মিলাদ ও কিয়াম পরিচালনা করেন মাওলানা কাওছার আহমদ আশিকী। মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন পীর মোহাম্মদ আজিম শাহ আল চিশতি।
এ সময় মাওলানা মহি উদ্দিন মিছবাহ, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আলী আসকর, মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা আনোয়ার হোসেন, পৌর কাউন্সিলর সুহেল আহমদ, জগন্নাথপুর বাজার সেক্রেটারি জাহির উদ্দিন, ব্যবসায়ী সালাহ উদ্দিন, মকবুল হোসেন ভূইয়া, সাবুল আহমদ সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম-খতিব, বিভিন্ন মাদ্রাসার ছাত্রবৃন্দসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পীর মোহাম্মদ আজিম শাহ আল চিশতির অসংখ্য মুরিদানগণ উপস্থিত ছিলেন।