স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে গেল কয়েকমাসে আটককৃত বিভিন্ন প্রকারের প্রায় ১৫ লক্ষ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। বুধবার বিকেলে আদালত প্রাঙ্গণে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীরের উপস্থিতিতে এসকল মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এসময় ভারতীয় বিড়ি, বিভিন্ন ব্র্যান্ডের মদ, গাঁজা এবং শতাধিক ইয়াবা ট্যাবলেট ধ্বংস করা হয়েছে।