স্টাফ রিপোর্টার ::
কেন্দ্রীয় কমিটির নির্দেশে শাল্লা উপজেলা যুবলীগের আয়োজনে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সোমবার দুপুরে গণমিলনায়তনে উপজেলা যুবলীগের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
যুবলীগের কর্মীসভায় সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য, শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপু রঞ্জন দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক স¤পাদক সবুজ কান্তি দাশ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু, জেলা ছাত্রলীগের সহ সভাপতি অরিন্দম মৈত্র অমিয়।
এসময় আরও বক্তব্য রাখেন শাল্লা উপজেলার যুবলীগের রফিকুল ইসলাম, অরিন্দম চৌধুরী অপু, ফেনী ভুষণ সরকার, হিমেল সরকার, অনুপম তালুকদার জিকু, লাল আমিন মিয়া প্রমুখ।
জাতীয় সংগীত পরিবেশন, পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠের মাধ্যমে কর্মীসভার আনুষ্ঠানিকতা শুরু করা। পরে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন উপজেলার যুবলীগ নেতাকর্মীরা।
বক্তারা বলেন, যুবলীগকে সুসংগঠিত করতে হবে। শিক্ষিত, বিনয়ী ও আদর্শবান যুবকরাই যুবলীগে স্থান পাবে। বিশৃঙ্খলা ও গ্রুপিং সৃষ্টিকারীদের যুবলীগে জায়গা নেই।