স্টাফ রিপোর্টার ::
“শিশুর জন্য বিনিয়োগ করি, ভবিষ্যতের বিশ্ব গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে জেলা পর্যায়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৩ উপলক্ষে ৭ দিনব্যাপি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গেল ২৫ সেপ্টেম্বর দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় ৭ দিনব্যাপি কর্মসূচির ঘোষণা করা হয়।
সাতদিনের কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী ২ অক্টোবর সকাল ১০টায় শহীদ আবুল হোসেন মিলনায়তনে বিশ্ব শিশুদিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য শোভাযাত্রা, সকালসাড়ে ১০টায় আলোচনা সভাএবং বেলা সাড়ে ১১টায় থাকছে ২০২২ ও ২০২৩ জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংবর্ধনা।
৩ অক্টোবর সকাল ১১টায় এইচএমপি উচ্চ বিদ্যালয়ে আমার কথা শোনো শিরোনামে “আমাদের দৃষ্টিতে স্মার্ট বাংলাদেশ” এবং “পুলিশ আমারও বন্ধু” শীর্ষক আলোচনা। পরদিন ৪ অক্টোবর রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমারকথা শোনো শিরোনামে বিশ্ব নাগরিক হয়ে উঠতে বন্ধু হতে চাই এবং খেলার মাঠ আমার অধিকার শীর্ষক আলোচনা। তারপরদিন অর্থাৎ ৫ অক্টোবর সকাল ১১টায় অটিস্টিক বিদ্যালয়ে বিশ্ব নাগরিক হয়ে উঠতে বন্ধু হতে চাই ও নিরাপদ পথচলার শিশুবান্ধব ট্রাফিক ব্যবস্থা শীর্ষক আলোচনা। ৬ অক্টোবর সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জ জেলা শিশু একাডেমীতে শিশু একাডেমির অভিভাবকদের সাথে শিশুর নিরাপত্তা, শিশু অধিকার বাস্তবায়ন অংশগ্রহণ ও বিনোদনে অভিভাবকদের করণীয় শীর্ষক আলোচনা। অনুষ্ঠানামালার ষষ্ঠ দিনে অর্থাৎ ৭ অক্টোবর সকাল ১১টায় জেলা শিশু একাডেমির কার্যালয়ে এনসিটিএফ ও শিশু ফোরামের সদস্যদের অংশগ্রহণের শিশুসংলাপ অনুষ্ঠিতহবে। সপ্তাহের শেষের দিন অর্থাৎ ৮ অক্টোবর সকাল ১০টায় পথশিশু, শ্রমজীবীশিশু, অটিস্টিক ও বিশেষচাহিদাসম্পন্ন শিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ছবি আঁকা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এ ব্যাপারে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ বলেন. বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৩ পালনের লক্ষ্যে আমরা সপ্তাহব্যাপি নানা কর্মসূচির আয়োজন করেছি। আশা করছি সুন্দর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানগুলো পালনে সক্ষম হবো।