স্টাফ রিপোর্টার ::
মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান (এমএফএস) বিকাশের সহযোগিতায় ও প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে সুনামগঞ্জের ৯টি শিক্ষা প্রতিষ্ঠান ও পাঠাগারে বই বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে সুনামগঞ্জের বুলচান্দ উচ্চবিদ্যালয়ে এই বই বিতরণ কর্মসূচি পালিত হয়।
প্রাথমিক পর্যায়ে শিশুদের শিক্ষামূলক বই প্রদানের পাশাপাশি বিদ্যালয়ের লাইব্রেরিতে রাখার জন্য ৩০টি করে বই দেওয়া হয়েছে। একইভাবে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য দেওয়া হয়েছে দেশের পরিচিত লেখকদের গল্প, উপন্যাসসহ নানা বই।
বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুলচান্দ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল আবেদীন, কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নমিতা সরকার, সুনামগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক খলিল রহমান, সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির (সনাক) সদস্য, বন্ধুসভার উপদেষ্টা মো. রাজু আহমেদ, সুনামগঞ্জ বন্ধুসভার সভাপতি প্রদীপ কুমার পাল, সাধারণ স¤পাদক মো. শফিকুল ইসলাম।
শিক্ষক নূরুল আবেদীন বলেন, এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। বিকাশের সহযোগিতায় ও প্রথম আলোর ট্রাস্টের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুরা বিনামূল্যে শিক্ষামূলক বই পেয়েছে। এর জন্য বিকাশ ও প্রথম আলো পরিবারকে ধন্যবাদ জানাই।
প্রধান শিক্ষিকা নমিতা সরকার বলেন, বইগুলো পেয়ে কোমলমতি শিক্ষার্থীরা উপকৃত হবে। শিশু শিক্ষার্থীরা এসব নতুন বই বিনামূল্যে পেয়ে আনন্দে মেতে উঠেছে। এসব শিশুরা আলোকিত মানুষ হোক, এটিই আমাদের চাওয়া।
বই পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো- বুলচান্দ উচ্চবিদ্যালয়, আলহাজ্ব জমিরুননূর উচ্চবিদ্যালয়, অচিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালী বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুড়িস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোদারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তাহিরপুর উপজেলার ঘাগটিয়া গণগ্রন্থাগার।