স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেছেন, আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। কাজেই তাদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখাতে হবে।
তিনি গতকাল মঙ্গলবার সকালে শহরের নতুনপাড়ায় ফারিহা একাডেমির বার্ষিক চিত্র প্রদর্শনীর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ফারিহা একাডেমির ৪র্থ ও ৫ম শ্রেণির ৩০ জন শিক্ষার্থীর আঁকা ৫০টি ছবি নিয়ে এই চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই প্রদর্শনী সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনী চলবে ২ অক্টোবর পর্যন্ত।
জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী কোমলমতি শিশুদের উদ্দেশ্যে আরো বলেন, লেখাপড়ার পাশাপাশি তোমাদেরকে সুন্দর সুন্দর স্বপ্ন দেখতে হবে। আগামী দিনে তোমারই হবে এদেশের কর্ণধার। এ লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে পাঠে মনোনিবেশ করতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করে তোমাদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। এই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে তোমরা মনযোগী হবে।
এর আগে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীকে ফারিহা একাডেমির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সহকারী শিক্ষক দেবাশীষ তালুকদার শুভ্র’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফারিহা একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি মো. আসাদুজ্জামান সেন্টু, ইউপি চেয়ারম্যান নাসরিন সুলতানা দিপা, ফারিহা একাডেমির প্রিন্সিপাল জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে গান পরিবেশন করেন ৫ম শ্রেণির ছাত্রী পৃথা তালুকদার প্রমি।