দিরাই প্রতিনিধি ::
দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের মাঠে পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আব্দুল কাদির ও নুরুল ইসলামের যৌথ পরিচালনায় মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার গোলাম মোস্তফা, দিরাই প্রেসক্লাবের অর্থস¤পাদক প্রশান্ত সাগর দাস। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল। উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক শৈলেন্দ্র চন্দ্র দাস, সহকারী প্রধান শিক্ষক লালবাসী দাস, মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা সরদার রুমি, জিতু মিয়া, রফিকুল ইসলাম, আবুহেনা প্রমুখ।