স্টাফ রিপোর্টার ::
শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির উদ্যােেগ মঙ্গলবার লাইব্রেরি মিলনায়তনে মাধ্যমিক পর্যায়ের স্কুল শিক্ষার্থীদের নিয়ে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শহরের সবকটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধনী দিনে সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় ও সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতা শুরুর আগে শুভেচ্ছা বক্তব্য দেন লাইব্রেরির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খলিল রহমান, লাইব্রেরির কোষাধ্যক্ষ ও প্রতিযোগিতা আয়োজক কমিটির আহ্বায়ক মোহাম্মদ আবুল হোসেন, শিক্ষক সুবল চন্দ্র বিশ্বাস, লাইব্রেরির কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আমিনুল হক ও কাওসার আহমদ। পর্যায়ক্রমে শহরের অন্যান্য স্কুলের শিক্ষার্থীরাও প্রতিযোগিতায় অংশ নেবে। উপস্থিত প্রশ্নে এই প্রতিযোগিতা হচ্ছে। প্রতিযোগিতা পরিচালনা করেন মোহাম্মদ আবুল হোসেন।