জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে রাতের আঁধারে দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ী দুদু মিয়া গুরুতর আহত হয়েছেন। তিনি জগন্নাথপুর পৌর এলাকার পূর্বভবানীপুর গ্রামের বাসিন্দা ও জগন্নাথপুর সদর বাজারের মাদ্রাসা পয়েন্ট এলাকার ব্যবসায়ী।
আহতের স্বজনরা জানান, ২৪ সেপ্টেম্বর গভীর রাতে দুদু মিয়া দোকান থেকে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। আহতকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।