জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত তজমিল আলীর ছেলে ফরহাদ আলম সাগর (২৪), তাহিরপুর উপজেলার লাউড়েরগড় গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে নজির হোসেন (২৫) ও একই গ্রামের মৃত রাজ আমিনের ছেলে জাহাঙ্গীর আলম (৪৪)।
থানা সূত্র জানায়, ২৪ সেপ্টেম্বর রাত সাড়ে ১২ টার দিকে জগন্নাথপুর উপজেলার কাটা নদীর বেইলি সেতু এলাকায় একটি যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে ভারতীয় পাপড় বা ফুচকা ও হরলিক্স রকম ১ লাখ ৩৮ হাজার টাকা মূল্যের ১৭ বস্তা চোরাই পণ্যসহ তাদের গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় জগন্নাথপুর থানায় মামলা দায়ের হয়েছে। সোমবার গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। জগন্নাথপুর থানার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।