স্টাফ রিপোর্টার ::
শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে পরিকল্পনামন্ত্রীর হিজিল বাড়িতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু।
শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক হাসনাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুর রহমান আসাদ, জয়কলস ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল বাছিত সুজন, তেরাব আলী, মাওলানা আব্দুল কাইয়ুম, জ্যোতিভূষণ তালুকদার ঝন্টু, শাহিনুর রহমান শাহিন, যুগ্ম সাধারণ স¤পাদক এনামুল কবির, গোলাম মুস্তফা, জামিলুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক প্রভাষক নূর হোসেন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান ও সাংগঠনিক স¤পাদক শহিদুল ইসলাম, সৈয়দুর রহমান; আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বশির আহমদ, কৃষি সমবায় স¤পাদক চুরুখ মিয়া, তথ্য ও গবেষণা স¤পাদক মো. সহিদ মিয়া, দপ্তর স¤পাদক সেলিম রেজা, ধর্ম বিষয়ক সম্পাদক মাহিন মিয়া, প্রচার ও প্রকাশনা স¤পাদক দিলদার হোসেন দিলীপ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাসুক পারভেজ, মহিলা বিষয়ক স¤পাদক ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, মুক্তিযুদ্ধ বিষয়ক স¤পাদক আতাউর রহমান, যুব ও ক্রীড়া বিষয়ক স¤পাদক ফয়জুল করিম। শিক্ষা স¤পাদক ললিত রঞ্জন দাস, শ্রম স¤পাদক জাহাঙ্গীর হোসেন, কোষাধ্যক্ষ রুকনুজ্জামান রুকন, সাংস্কৃতিক স¤পাদক সাইফুল ইসলাম, স্বাস্থ্য ও জনসংখ্যা স¤পাদক লিংকন তালুকদার, উপ-দপ্তর স¤পাদক নিজাম উদ্দিন, উপ-প্রচার স¤পাদক ফেরদৌস আহমদ, সদস্য ইকবাল হোসেন, মাসুক মিয়া, পাভেল আহমদ, জয়ন্ত ব্যানার্জি, আবুল মিয়া, আবু সালেহ চৌধুরী হিরা, নাজির মিয়া, কামাল উদ্দিন, আশিক মিয়া, জাহাঙ্গীর আলম, জবর আলী, অ্যাডভোকেট নূর আলমসহ সদস্যবৃন্দ।
সভার আগে পূর্ণাঙ্গ কমিটির সকল নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু ও সাধারণ স¤পাদক হাসনাত হোসেন।