স্টাফ রিপোর্টার ::
লোকদল শিল্পীগোষ্ঠী ও লোকজ সংগীত বিদ্যালয়ের ২৫তম বর্ষপূর্তি উৎসব সম্পন্ন হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) তিন দিনব্যাপী উৎসবের সমাপনী দিনে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে লোকদল অভিভাবক পরিচালনা কমিটির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দ মেলা অনুষ্ঠিত হয়। তিন দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে শনিবার (২৩ সেপ্টেম্বর ) সুনামগঞ্জ পৌরসভার প্রয়াত মেয়র আয়ূব বখত জগলুলকে উৎসর্গ করা হয়।
লোকদলের প্রতিষ্ঠাতা ও সভাপতি বিধান চন্দ্র বণিক বাঁধনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও দৈনিক সুনামগঞ্জের ডাকের স¤পাদক ও প্রকাশক ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেরগুল আহমেদ, লেখক ও কবি কোহিনুর বেগম, সুনামগঞ্জ পৌরসভার কাউন্সিলর গোলাম সাবেরিন সাবু।
আলোচনা পর্ব শেষে ক্রেস্ট প্রদানসহ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন চ্যালেন আই সুপার স্টার ও লোকসঙ্গীত শিল্পী আশিক, সুনামগঞ্জ পৌর কাউন্সিলর ও কণ্ঠশিল্পী আহসান জামিল আনাছসহ স্থানীয় শিল্পীরা।