দিরাই প্রতিনিধি ::
দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে জেন্ডার সংবেদনশীল বন্যা আশ্রয়কেন্দ্র সংশ্লিষ্ট বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার দিনব্যাপী এ কর্মশালায় অংশগ্রহণ করেন ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ। ভাটিপাড়া ব্র্যাক এরিয়া অফিস হল রুমে এ বিষয়ে আলোচনা করেন ডেপুটি ম্যানেজার আইডিপি সাফরিনা জান্নাত, রিজিওনাল ম্যানেজার জিজেপি আশিকুজ্জামান চৌধুরী। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুন চৌধুরী, দিরাই প্রেসক্লাবের যুগ্ম সাধারণ স¤পাদক সৈদুর রহমান তালুকদার, ইউপি সদস্য শাহাদীব তালুকদার, এমদাদ হোসেন চৌধুরী, রবিন্দ্র চন্দ্র দাস, নারী সদস্য নাসরিন বেগম, ইউপি সদস্য সামছুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, বিগত স্মরণকালের ভয়াবহ বন্যায় মানুষ যে দুর্ভোগের সম্মুখীন হয়েছিল তা আজও চোখের সামনে ভেসে উঠে। কোন প্রস্তুতি ছিলনা মানুষের। যার জন্য বিশাল ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল। ছিলনা নিরাপদ আশ্রয়কেন্দ্র, ছিল না পর্যাপ্ত স্বাস্থ্যসেবার সুযোগ। এই রকম অবস্থা যেন ভবিষ্যতে আবার আমাদের সম্মুখীন হতে না হয় সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি দিতে হবে।