জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর পৌর এলাকার ঐতিহ্যবাহী হাসপাতাল পয়েন্ট শান্তিগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সেক্রেটারি পদে
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাবেক বাজার সেক্রেটারি মো. বিলাল আহমদ নির্বাচিত হয়েছেন। তবে সহ-সেক্রেটারি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুই প্রার্থী আল মোমিন ও এসএম মাহবুব প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে আল মোমিন ৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী এসএম মাহবুব ২০ ভোট পেয়েছেন।
শনিবার দিনব্যাপী এ নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করে। বিকেলে নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর বিজয়ী প্রার্থীদের নিয়ে তাদের কর্মী-সমর্থকরা আনন্দ উল্লাসে মেতে উঠেন।