1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৫:০০ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

দোয়ারাবাজারে খেলাফত মজলিসের গণসমাবেশ

  • আপডেট সময় রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

দোয়ারাবাজার প্রতিনিধি ::
খেলাফত মজলিসের নায়বে আমির অধ্যাপক সিরাজুল হক বলেন, দেশ এখন দীর্ঘমেয়াদী সঙ্কটে রয়েছে। জনগণের বাক স্বাধীনতার টুঁটি চেপে ধরে সরকার ক্ষমতায় টিকে আছে। ক্রমে ক্রমে দেশের মানুষ শোষিত এবং বঞ্চিত হচ্ছে। একাত্তরে একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, মুক্তিযুদ্ধের মৌলিক চিন্তা-চেতনা ম্লান করে আজ দেশে আওয়ামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে। ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে যেতে হবে।
তিনি আরও বলেন, খেলাফত মজলিসের ৮দফা দাবী মেনে অবিলম্বে দলনিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে দেশের নিরপরাধ আলেম-ওলামা এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে মুক্তি দিতে হবে। নির্বাচনকালীন দলনিরপেক্ষ সরকার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ খেলাফত মজলিসের ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে দোয়ারাবাজার উপজেলা খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের নায়বে আমির অধ্যাপক সিরাজুল হক উপরোক্ত কথা বলেছেন।
শনিবার সকাল ১১টায় দোয়ারাবাজার মা-জননী কমিউনিটি সেন্টারের খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা মইনুল হকের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক জাকির হোসেন সাঈদের পরিচালনায় অনুষ্ঠিত গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ডা. এ.এ তাওসিফ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট জোনের সহকারী জোনাল ইনচার্জ প্রিন্সিপাল মো. আব্দুল হান্নান, সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা সদরুল আমিন, মাওলানা আকিক হোসাইন, সাধারণ স¤পাদক মাওলানা আখতার হোসাইন, সাংগঠনিক স¤পাদক মাওলানা আখতার হোসাইন আতিক, শ্রমিক মজলিসের জেলা সভাপতি মাওলানা ফারুক আহমদ, সিলেট জেলা খেলাফত মজলিস নেতা মাওলানা আবুল কালাম আজাদ, সুনামগঞ্জ জেলা ছাত্র মজলিসের সেক্রেটারি মো. আব্দুর রহমান, ছাত্র মজলিস নেতা হাফিজ জহুর উদ্দিন প্রমুখ।
গণসমাবেশে শেষে খেলাফত মজলিসের ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে এক গণমিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপজেলা খেলাফত মজলিস, ছাত্র মজলিস ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com