স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের সৈয়দপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পুকুরে কীটনাশক বিষ দিয়ে লক্ষাধিক টাকা মাছ নিধনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সৈয়দপুর মধ্যপাড়াস্থ সাবেক সার্জেন্ট দুলাল মিয়ার বসতবাড়ি সংলগ্ন পুকুরে ঘটনাটি ঘটে।
জানা যায়, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও সাবেক সার্জেন্ট মো. দুলাল মিয়া তার পুকুরে দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন। কিন্তু বৃহ¯পতিবার সন্ধ্যায় পুকুরের মাছ মরে ভেসে উঠতে থাকে। এ বিষয়ে মো. দুলাল মিয়া দুই জনের নাম উল্লেখ করে সুনামগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী মো. দুলাল মিয়া বলেন, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে আমার ভাই রফিক মিয়া আদালতে আমার বিরুদ্ধে অহেতুক দুইটি মামলা করেছেন। এরই জের ধরে বৃহ¯পতিবার ভোরে আমি চায়ের দোকান খোলে পুকুরপাড়ে গিয়ে দেখি রফিক ও তার স্ত্রী পুকুরপাড়ে রয়েছেন। দূর থেকে আমাকে দেখে তারা দ্রুত বসতঘরের ভেতরে ঢুকে যান। তারাই বিষ দিয়ে আমার চাষকৃত মাছ নিধন করেছেন। এতে আমার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আমি এর বিচার চাই।
অভিযোগের বিষয়ে রফিক মিয়ার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।
এ বিষয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, শুনেছি পুকুরের মাছ মরে ভেসে উঠেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।