স্টাফ রিপোর্টার ::
সাংস্কৃতিক সংগঠন লোকদল শিল্পীগোষ্ঠী ও লোকজ সংগীত বিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উৎসব জাঁকজমকভাবে উদযাপিত হচ্ছে। ৩ দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বিধান চন্দ্র বণিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রয়াস গ্রুপের কর্ণধার প্রদ্যুৎ কুমার তালুকদার। বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, জেলা পরিষদ সদস্য সেলিনা বেগম, প্রধান শিক্ষক নমিতা রানী সরকার, সংগীত শিক্ষক ও শিল্পী তুলিকা ঘোষ চৌধুরী, পৌর কাউন্সিলর সামিনা চৌধুরী মনি, আয়কর আইনজীবী সমিতির সাধারণ স¤পাদক রতœা সাহা, সংগঠনের সহ সভাপতি যোবায়ের বখত সেবুল. উপদেষ্টা মীনা পাল। আলোচনা সভা শেষে সংগঠনের শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেন লোকদল শিল্পীগোষ্ঠীর উপদেষ্টা আমেরিকা প্রবাসী লেখক সাংবাদিক অ্যাডভোকেট রণেন্দ্র তালুকদার পিংকু।