স্টাফ রিপোর্টার ::
র্যালি, কেক কাঁটা ও আলোচনা সভার মধ্য দিয়ে “দৈনিক আজকের দর্পণ”-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। পত্রিকার ১০ বছরে পদার্পণ উপলক্ষে আজকের দর্পণ ফ্রেন্ডস ফোরাম সুনামগঞ্জ এই কর্মসূচির আয়োজন করে।
এ উপলক্ষে শুক্রবার বিকেলে শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পানসী রেস্টুরেন্টে কেক কাটা ও আলোচনা সভায় মিলিত হয়।
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে ও দৈনিক আজকের দর্পণ ও আনন্দ টিভির সুনামগঞ্জ প্রতিনিধি মো. ইমরান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্যে রাখেন দৈনিক সুনামগঞ্জের সময় স¤পাদক প্রকাশক ও গাজি টিভির সুনামগঞ্জ প্রতিনিধি মো. সেলিম আহমদ তালুকদার, দৈনিক বিজয়ের কণ্ঠ’র জেলা প্রতিনিধি মো. আব্দুল শহীদ, মুক্ত খবর-এর সুনামগঞ্জ প্রতিনিধি একে মিলন আহমেদ, দৈনিক বাংলাদেশ বুলেটিনের জেলা প্রতিনিধি মোশারফ হোসেন লিটন, দৈনিক ভোরের পাতা’র জেলা প্রতিনিধি সামিয়ান তাজুল, দৈনিক সুনামগঞ্জের সময়ের স্টাফ রিপোর্টার বদরুল হাসান চৌধুরী, দৈনিক সময়ের কাগজ প্রতিনিধি আজহারুল আলম শিপু, ছাত্রলীগের সাবেক সহসভাপতি শাহ মহসীন, সৈনিক লীগের জেলা সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেল প্রমুখ।