ছাতক প্রতিনিধি ::
ছাতকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার গোবিন্দগঞ্জে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ছাতক উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মণি শংকর ভৌমিক। সভায় আসন্ন দুর্গাপূজা নিয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন ছাতক উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবুল রায়।
এসময় ছৈলা আফজলাবাদ ইউনিয়নের শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষক পংকজ দত্তকে ছাতক উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মনোনীত হওয়ায় পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণ রায়, পরেশ চন্দ, রাকেশ দাস, অধির মালাকার, দক্ষিণ খুরমা ইউপি সদস্য ঝুমা চৌধুরী, দক্ষিণ খুরমা ইউপি সদস্য পলি দেসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পূজা কমিটির সভাপতি ও সাধারণ স¤পাদকগণ।