1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৫:০৯ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

৫টি আসনে আ.লীগের বিজয় নিশ্চিতের প্রত্যয়

  • আপডেট সময় শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার ::
নবগঠিত সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট। সভায় জেলা নেতৃবৃন্দ আগামী সংসদ নির্বাচনে সুনামগঞ্জের ৫টি আসনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিতের প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সুনামগঞ্জে আওয়ামী লীগকে আরও সুসংগঠিত করার অঙ্গীকার করেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক নোমান বখতের পলিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান, এফবিসিসিআই-এর সহ-সভাপতি, জেলা আওয়ামী লীগের সদস্য খায়রুল হুদা চপল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ স¤পাদক শামীম আহমদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি, সুনামগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি নাদের বখত, জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি অ্যাড. পীর মতিউর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম শামীম। আরও বক্তব্য রাখেন জেলা আ.লীগ নেতা অ্যাড. আব্দুল করিম, অ্যাড. চাঁন মিয়া, করুণাসিন্ধু চৌধুরী বাবুল, অ্যাড. দিলীপ কুমার দাস, আজহারুল ইসলাম শিপার প্রমুখ।
সভার শুরুতে জাতীয় সংগীত বাজানো হয় এবং দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা হয়। পরে পবিত্র কোরআন তেলওয়াত ও গীতাপাঠ হয়। পরবর্তীতে ফুল দিয়ে নেতৃবৃন্দকে বরণ করা হয়।
সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন বলেন, প্রধানমন্ত্রী আস্থা ও বিশ্বাস রেখে আমাদের দায়িত্ব দিয়েছেন। আমরা চাই ঐক্যবদ্ধ গতিশীল আওয়ামী লীগ গড়তে। অতীতের চেয়ে জেলা আওয়ামী লীগ এখন সুসংগঠিত। যে কয়েকজন দূরে আছেন আমরা চাই তারাও একসাথে হবেন। সকল বিভেদ ভুলে আসুন ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করি। জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসি।
কার্যনির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তব্যে নূরুল হুদা মুকুট বলেন, দীর্ঘদিন পর একটি গতিশীল কমিটি উপহার দিয়েছেন আমাদের নেত্রী। কমিটিতে ত্যাগী ও বঞ্চিতদের স্থান হয়েছে। আমরা চাই একটি ঐক্যবদ্ধ আওয়ামী লীগ গড়তে। সামনে জাতীয় নির্বাচন। এই নির্বাচনে জেলার ৫টি আসন নেত্রীকে উপহার দিতে চাই। আওয়ামী লীগ সরকার যে উন্নয়ন করেছে অতীতে কোনো সরকার এমন উন্নয়ন করতে পারেনি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমার নেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দলকে সুসংগঠিত করতে হবে। তৃণমূল পর্যায়ে দলের ভিত্তি মজবুত করতে হবে। এই ক্ষেত্রে সকল নেতাকর্মীকে সচেষ্ট থাকার আহ্বান জানান জেলা আওয়ামী লীগ সভাপতি নূরুল হুদা মুকুট।
সভায় জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির ৭৫ সদস্যের মধ্য ৫৯ জনই উপস্থিত ছিলেন। তবে অনুপস্থিত ছিলেন জেলা আ.লীগের সহ-সভাপতি সংসদ সদস্য মহিবুর রহমান মানিক এমপি ও সহ-সভাপতি এম এনামুল কবীর ইমনসহ তাদের কয়েকজন অনুসারী। পূর্ণাঙ্গ কমিটির প্রথম সদস্য পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি দেশের বাইরে থাকায় সভায় উপস্থিত থাকতে পারেননি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এছাড়া অনুপস্থিত কয়েকজন ব্যক্তিগত কারণে কার্যনির্বাহী কমিটির সভায় উপস্থিত থাকতে পারেননি বলে জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।
সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান পীর, করুণাসিন্ধু চৌধুরী বাবুল, আজহারুল ইসলাম শিপার, এডভোকেট দিলীপ কুমার দাশ, অ্যাডভোকেট চাঁন মিয়া, অ্যাডভোকেট নজরুল ইসলাম শেফু, আইন বিষয়ক স¤পাদক আজাদুল ইসলাম রতন, কৃষি ও সমবায় বিষয়ক স¤পাদক মাহমুদুল হাসান টিপু, তথ্য ও গবেষণা বিষয়ক স¤পাদক সবুজ কান্তি দাস, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক স¤পাদক সীতেশ তালুকদার মঞ্জু, দপ্তর স¤পাদক অ্যাড. বিমান কান্তি রায়, ধর্ম বিষয়ক স¤পাদক মফিজুল হক মফিজ, প্রচার ও প্রকাশনা স¤পাদক অ্যাড. কল্লোল তালুকদার চপল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক স¤পাদক মাহবুবুল হাসান শাহীন, মুক্তিযুদ্ধ বিষয়ক স¤পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, যুব ও ক্রীড়া স¤পাদক অ্যাড স্বপন রায় সপু, শিক্ষা ও মানব স¤পদ বিষয়ক স¤পাদক আমিনুর রশিদ রনক, শ্রম স¤পাদক ফজলুল হক, সাংস্কৃতিক স¤পাদক আফতাব মিয়া, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক স¤পাদক ডা. আবুল কালাম চৌধুরী, সাংগঠনিক স¤পাদক শংকর চন্দ্র দাস, জিতেন্দ্র তালুকদার পিন্টু ও আসাদুজ্জামান সেন্টু, উপ-দপ্তর স¤পাদক নিজাম উদ্দিন এমকম, উপ-প্রচার ও প্রকাশনা স¤পাদক শুভ বণিক, কোষাধ্যক্ষ মুজিবুর রহমান তালুকদার, মহিলা বিষয়ক স¤পাদক নাসরিন সুলতানা দিপা, জেলা আ.লীগ সদস্য সৈয়দ আবুল কাশেম, হাজী আবুল কালাম, খায়রুল হুদা চপল, রণজিত সরকার, সৈয়দ ফারুক আহমেদ, আল আমিন চৌধুরী, সৈকতুল ইসলাম সৈকত, ব্যারিস্টার অনুকূল তালুকদার ডাল্টন, অমল কান্তি কর, আজাদ হোসেন, সজিব রঞ্জন দাস, আব্দুল ওদুদ, এটিএম শাহিন রেজা, অজয় কান্তি তালুকদার দোলন, মাহতাবুল হাসান সমুজ, নায়েব আলী, মো. সাহারুল আলম আফজল, কামরুল হুদা সচি, লিটন সরকার, সাজ্জাদ হোসেন নাহিদ, গোলাম কিবরিয়া, আতিকুল ইসলাম আতিক প্রমুখ।

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com