স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলার নির্বাহী অফিসার সালমা পারভীন। প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল। সভায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরীফুল আবেদীন কমল।
সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. আবুল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, রঙ্গারচর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হাই, জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান মো. রশিদ আহমদ, কুরবাননগর ইউপি চেয়ারম্যান মো. আবুল বরকত, কাঠইর ইউপি চেয়ারম্যান মাও. সামছুল ইসলাম, গৌরারং ইউপি চেয়ারম্যান মো. শওকত আলী, ডা. সারা তৈফুন্নাহার, বেসরকারি উন্নয়ন সংস্থা সূচনা’র টেকনিক্যাল অফিসার এ.কে শামীম আহমদ ও টেকনিক্যাল ম্যানেজার মোমেন খান।
সভায় বক্তারা বলেন, উপজেলায় পুষ্টি বিষয়ক কার্যক্রমে গুরুত্ব দিতে হবে। উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রতিটি গ্রামের মানুষকে পুষ্টি বিষয়ে সচেতন করে তোলতে হবে।