স্টাফ রিপোর্টার ::
লোকদল শিল্পীগোষ্ঠী ও লোকজ সংগীত বিদ্যালয়ের ২৫তম বর্ষপূর্তি উৎসব উপলক্ষে ৩দিনব্যাপী অনুষ্ঠান কেক কেটে ও আনন্দ র্যালির মাধ্যমে উদ্বোধন করা হয়েছে। বৃহ¯পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে লোকদলের প্রতিষ্ঠাতা ও সভাপতি বিধান চন্দ্র বণিক বাঁধনের সভাপতিত্বে লোকদলের প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত কেক কেটে অনুষ্ঠানটির উদ্বোধন করেন। পরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এক আনন্দ র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, পুনরায় শিল্পকলায় শেষ হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী, অভিভাবক মিনা পাল, প্রধান শিল্পী প্রশিক্ষক অনামিকা কর রুপা, শিল্পী সোহেল রানা, সহ সভাপতি যোবায়ের বখত সেবুল, সাধারণ স¤পাদক তুর্য দাস রাজ, যুগ্ম সাধারণ স¤পাদক ঝলক চন্দ্র সরকার, সাংগঠনিক স¤পাদক সাদিক আলম সাজুসহ লোকদলের শিল্পীগোষ্ঠী ও লোকজ সংগীত বিদ্যালয়ের শিল্পী, শিক্ষার্থী ও অভিভাবকরা।
তিনদিন ব্যাপী এই অনুষ্ঠানে হাসন রাজা মিলনায়তন জেলা শিল্পকলা একাডেমিতে সবাইকে আমন্ত্রণে জানিয়ে লোকদলের প্রতিষ্ঠাতা ও সভাপতি বিধান চন্দ্র বণিক বাঁধন বলেন, আমাদের তিন দিন ব্যাপী এই অনুষ্ঠানে আলোচনা সভা, সংবর্ধনা ও ম্যাগাজিন অনুষ্ঠান থাকবে। প্রথম দুই দিন বিকাল ৩টা থেকে শুরু হবে শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। পরের পর্ব শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। সংগীত পরিবেশন করবেন, লোকদলের তিন পাগল জয়ন্ত, মুবিন, দিপুসহ, সংগঠনের কণ্ঠশিল্পীরা।
তিনি আরও জানান। আমাদের ৩য় দিনের অনুষ্ঠান শুরু হবে বিকাল ৩টায়। লোকদলের অভিভাবক পরিচালনা কমিটির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দ মেলা থাকবে। সন্ধ্যা সাড়ে ছয়টায় আলোচনা সভা, সংবর্ধনা ও ম্যাগাজিন অনুষ্ঠান। এদিন সংগীত পরিবেশন করবেন লোকদলের দুই উজ্জ্বল নক্ষত্র চ্যালেন আই সুপার স্টার আশিক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী, লোকদলের সংগীত প্রশিক্ষক সোহেল রানাসহ অন্যান্য সংগীত শিল্পীরা। এতে সবার উপস্থিত কামনা করি।