মধ্যনগর প্রতিনিধি ::
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০টি ফুটবল, পাঁচটি বিদ্যালয়ে পাঁচটি কীবোর্ড ও একটি বিদ্যালয়ে পাঁচটি লাইফ জ্যাকেট বিতরণ করা হয়েছে। বৃহ¯পতিবার বেলা দুইটার দিকে উপজেলার মধ্যনগর সদর ইউনিয়নের মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার এতে সভাপতিত্ব করেন। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ মুকুলের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবীর, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস, মধ্যনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদার, বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমা রঞ্জন সরকার, হরিপুর নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাথী রানী তালুকদার প্রমুখ।