1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০১:১২ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

শাল্লায় পূজা কমিটি নেতৃবৃন্দের সাথে ওসির সভা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

শাল্লা প্রতিনিধি ::
শাল্লায় পূজা উদযাপন পরিষদ ও দুর্গাপূজা পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে শাল্লা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৩টায় শাল্লা থানার সার্ভিস ডেলিভারি সেন্টার ও কমিউনিটি পুলিশিং কার্যালয়ে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় শাল্লা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাল্লা শাখার সভাপতি অধ্যাপক তরুণ কান্তি দাস, সহ সভাপতি প্রভাষক সজল কান্তি সরকার, সাধারণ সম্পাদক জয়ন্ত সেন, মুক্তারপুর রামকৃষ্ণ গোসাই আখড়ার পূজারী গোপাল দাশ মোহন্ত, পঞ্চগ্রাম সার্বজনীন পূজা কমিটির সভাপতি তপন কুমার দাস, সংবাদকর্মী পীযূষ শেখর দাশ, বাজারকান্দি চৌধুরী বাড়ি পূজা কমিটির সভাপতি মানসিংহ চৌধুরী মনোজ, চাকুয়া আখড়া সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক সিদুল চন্দ্র দাশ ও আনন্দপুর সার্বজনীন পূজা কমিটির সভাপতি সুব্রত সরকার প্রমুখ।
এসময় ওসি আমিনুল ইসলাম বলেন যেসব পূজা ম-পে এখনই প্রতিমা তৈরির কাজ শুরু করেছেন, সেই সব পূজামণ্ডপে আপনারা স্বেচ্ছাসেবক নিয়োগ করুন। অন্যথায় দুষ্কৃতকারীরা সুযোগ পেয়ে প্রতিমা ভাংচুর করতে পারে। এবিষয়ে আপনাদেরকেও সতর্ক দৃষ্টি রাখতে হবে। খোলা জায়গায় প্রতিমা তৈরি করবেন না। নিরাপদ স্থানে প্রতিমা তৈরি করুন। দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশ ও শান্তিপূর্ণভাবে পালন করার জন্য থানা পুলিশের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করতে আমরা প্রস্তুত। সম্ভব হলে প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করুন। আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে পুলিশ সার্বক্ষণিক তৎপর থাকবে বলে জানান তিনি।
এসময় পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত সেন প্রতিটি পূজা কমিটির উদ্দেশ্যে বলেন, দুর্গাপূজার ভাবগাম্ভীর্য বজায় রেখে প্রতিটি ম-পে যেন শুধু ভক্তিমূলক গানই পরিবেশন করা হয়। যে মাতৃসঙ্গীত হৃদয়ে আধ্যাত্মিক চিন্তার প্রসার ঘটায়, মনেপ্রাণে পবিত্রতা আনে, ঈশ্বরে আত্মসমর্পণ উৎসাহ যোগায় সেই সঙ্গীত। পাশাপাশি বিকট সাউন্ড পরিহার করে সাউন্ড সিস্টেম সীমিত করুন।
উপজেলা পূজা উদযাপন পরিষদ শাল্লা শাখার সভাপতি অধ্যাপক তরুণ কান্তি দাস বলেন, এবছর উপজেলায় ৩০টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছর ৩৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। তিনি আরও বলেন, প্রতিটি মণ্ডপে যেনো মায়ের পূজার সাত্ত্বিকীভাব বজায় থাকে। কেননা পূজা একটি পবিত্র উৎসব। আমাদের মনে রাখতে হবে দুর্গাপূজায় অশুভ শক্তির বিনাশ ঘটে আর শুভ শক্তির উদয় হয়।
সভায় উপজেলার বিভিন্ন পূজা মণ্ডেপের সভাপতি, সাধারণ সম্পাদকসহ শাল্লা শাখার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com