স্টাফ রিপোর্টার ::
এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা অনুসারে নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়নের দাবিতে সুনামগঞ্জের প্রত্যন্ত এলাকার কৃষকরা পদযাত্রা করেছেন। জ্বালানি অধিকার সপ্তাহ ২০২৩ উপলক্ষে হাজার বছরের ঐতিহ্যবাহী কৃষি উপকরণ লাঙল, জোয়াল, মইসহ নানা উপকরণ নিয়ে পদযাত্রায় অংশ নেন তারা। হাতে গলায়, ঝুলতে থাকে দাবদাওয়া সম্বলিত প্লেকার্ড। বুধবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের চিনাউড়া সীমান্ত এলাকায় এ ব্যতিক্রমধর্মী এই কৃষক পদযাত্রা অনুষ্ঠিত হয়। এতে জনপ্রতিনিধি, উন্নয়নকর্মী, কৃষক সুধীজন অংশ নেন।
পদযাত্রা পরবর্তী পথসভায় অংশগ্রহণকারী কৃষকরা জানান, এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা অনুসারে দেশে নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন করতে হবে। বক্তারা আরো বলেন, দেশের বিদ্যুৎ খাত পুরোপুরি জীবাশ্ম জ্বালানি (কয়লা ও গ্যাস) নির্ভর। এতে কার্বন নির্গমন বেড়ে জলবায়ু পরিবর্তন ত্বরান্বিত করছে। এতে সামগ্রিকভাবে দেশ ও বিশ্ব জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে কৃষিতে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জলবায়ুজনিত পরিবর্তনের কারণে কৃষকরা অসহায় হয়ে পড়েছেন।
কৃষকরা আরো বলেন, তেল ও গ্যাস পুরোটাই আমদানি নির্ভর হওয়ায় জাতীয় বাজেটেও ব্যাপক চাপ পড়ছে। যার দরুণ জনগণের জীবনযাত্রায় টানাপোড়েন তৈরি হয়েছে। তাই নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়নের মাধ্যমে দেশের জ্বালানি খাতে ইতিবাচক পরিবর্তন আনতে হবে।
সুনামগঞ্জের উন্নয়ন সংগঠন হাউস, ক্লিন, বিডব্লিওজিইডি-এর যৌথ আয়োজনে কৃষক পদযাত্রায় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সেলিনা আবেদীন, হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ, অনির্বাণ মহিলা সমিতির সভানেত্রী শিল্পী বেগম, স্থানীয় কৃষক নুর আলী প্রমুখ।