সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে বুধবার বিশ্বম্ভরপুর উপজেলার রতারগাঁও স্কুল এন্ড কলেজে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ১নং সলুকাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরে আলম সিদ্দিকী।
জেলা তথ্য অফিসের উপপরিচালক (রুটিন দায়িত্ব) মো. আব্দুছ ছাত্তারের সঞ্চালনায় এবং অঞ্জন কুমার দে-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রতারগাঁও স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মহসীন ইয়াসিন। সমাবেশে বক্তারা সরকারের উন্নয়ন কর্মকা-, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয়, সর্বজনীন পেনশন স্কিম, বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, গুজব প্রতিরোধ, ডেঙ্গু প্রতিরোধ, নারীদের আত্মকর্মসংস্থান প্রভৃতি বিষয় সম্পর্কে আলোচনা করেন। নারী সমাবেশে দুই শতাধিক মহিলা অংশগ্রহণ করেন। – সংবাদ বিজ্ঞপ্তি