1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:১০ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা সম্পন্ন

  • আপডেট সময় বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

L
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলায় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মুক্তমঞ্চে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় জাতীয় স্থানীয় সরকার দিবসের তাৎপর্য তুলে ধরে সভাপতির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভীন। সভাপতির বক্তব্যে তিনি জানান, অচিরেই সুনামগঞ্জ সদর উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করা হবে।
উপজেলা প্রকৌশলী মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার রাকিবুল আলম, লক্ষণশ্রী ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, কুরবাননগর ইউপি চেয়ারম্যান মো. আবুল বরকত, কাঠইর ইউপি চেয়ারম্যান মুফতি সামছুল হক, গৌরারং ইউপি চেয়ারম্যান সৈকত মিয়া, জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, সাংবাদিক মো. আব্দুল শহীদ, সামিয়ান তাজুল প্রমুখ।
উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী উপজেলা পরিষদ চত্বরে মেলার আয়োজন করা হয়। মেলার শেষ দিন মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভীন, সুনামগঞ্জ সদর উপজেলার ৯টি ইউনিয়নের ৯ জন গ্রাম পুলিশ সদস্যের মধ্যে (দফাদার) একটি করে বাইসাইকেল প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী আনোয়ার হোসেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, কুরবাননগর ইউপি চেয়ারম্যান আবুল বরকত, মোল্লাপাড়া ইউপি চেয়ারম্যান নুরুল হক, লক্ষণশ্রী ইউপি চেয়ারম্যান আব্দুল ওদুদ, জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, গৌরারং ইউপি চেয়ারম্যান শওকত আলী প্রমুখ।
মেলায় উপজেলা প্রশাসন ছাড়াও সেবা প্রদানকারী স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ, সুনামগঞ্জ পৌরসভা, উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর, সদর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ তার মধ্যে ৪টা ইউনিয়ন পরিষদের স্টল প্রদর্শিত হয়।
সুনামগঞ্জ সদর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের স্টলে উপজেলায় বাস্তবায়িত উন্নয়ন কার্যক্রমের বিবরণে জানা যায়, বিগত ১৫ বছরে উপজেলায় বাস্তবায়িত, উল্লেখযোগ্য বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান), সুনামগঞ্জ শহরে ডায়াবেটিস হাসপাতাল, ভৈষবেড় দেওয়ান নগর সেতু, সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স ভবনের কাজ চলমান। এছারও গ্রামীণ জনপদের সড়ক, সংযোগ সেতু, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ, ক্ষুদ্রকার পানি স¤পদ ব্যবস্থাপনা, খাল খনন, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ, অসচ্ছল মুক্তিযোদ্ধা নিবাস নির্মাণ কাজের বিবরণ তুলে ধরা হয়।
সদর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বর্তমান সরকারের মেয়াদে উন্নয়নের চিত্র ও সেবার মান বৃদ্ধির তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনের উন্নয়ন মেলার আয়োজন করেছিল সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসন। মেলায় প্রতিটি ইউনিয়ন পরিষদ, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সব দপ্তর ও সংস্থা সরকারের বাস্তবায়ন করা উন্নয়ন কর্মকা- এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়েছে। এ ছাড়া নাগরিক সেবাগুলো তাৎক্ষণিকভাবে দেওয়ার ব্যবস্থা করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com