মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মাটিয়ারবন গ্রামে অভিযান চালিয়ে নিজ বসতঘর থেকে মঙ্গলবার ভোর পাঁচটার দিকে কালু মিয়া (৫৫) নামের পলাতক আসামিকে গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন বলেন, উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মাটিয়ারবন গ্রামের বাসিন্দা মুকশেদ আলী পীরের ছেলে কালু মিয়ার বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত বছর মধ্যনগর থানায় একটি মামলা হয়। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। মঙ্গলবার ভোর পাঁচটার দিকে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।