স্টাফ রিপোর্টার ::
শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও পাখিমারা হাওরে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার পূর্ব বীরগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের যুবসমাজের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। ওইদিন দুপুরে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল হুদা মুকুট।
বীরগাঁও গ্রামের প্রবীণ মুরব্বী হাজী তয়ফুর আহমদের সভাপতিত্বে ও সাংবাদিক শহীদনূর আহমেদের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক শংকর চন্দ্র দাস, আসাদুজ্জামান সেন্টু, সদস্য অমল কর, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর সিতু।
নৌকাবাইচে সিলেট-সুনামগঞ্জ অঞ্চলের ৭টি নৌকা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা দেখতে সকাল থেকেই পাখিমারা হাওরপাড়ে জড়ো হন হাজার হাজার দর্শনার্থী। নৌকাবাইচে প্রথম স্থান অর্জন করে সলফ সোনার তরী, দ্বিতীয় স্থান বীরগাঁওয়ের বীর পবন এবং ধলমৈনশা স্বপ্নের তরী তৃতীয় স্থান অর্জন করে। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।