স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরে ইয়াবাসহ কাওছার আলম (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কাওছার জগন্নাথপুর পৌরসভার কেশবপুর (জালালপুর) এলাকার আরব আলীর ছেলে।
পুলিশ জানায়, গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে হাসপাতাল পয়েন্টে ইয়াবা বিক্রিকালে কাওছার আলমকে আটক করা হয়েছে। এসময় তার নিকট থেকে জর্দার কৌটা ভর্তি ২২ টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের পর তাকে আদালদের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।