স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অভিযানে অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বিড়িসহ মো. উকিল মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সে সুনামগঞ্জ সদর উপজেলার নলুয়ারপাড় গ্রামের মৃত মো. আবদুস সোবহানের পুত্র।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল সাড়ে ৬টায় সদর উপজেলার গৌরারং ইউনিয়নের জিরাগ নদীর ব্রিজ এলাকায় জেলা গোয়েন্দা শাখার এসআই মো. মাসুদ রানা বিশ্বাস ও এএসআই মো. এরশাদ আলী সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করেন। এ সময় ৩ লক্ষ ৩৬ হাজার শলাকা ভারতীয় শেখ নাসির উদ্দিন বিড়িসহ মো. উকিল মিয়াকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধারকৃত ভারতীয় বিড়ির আনুমানিক মূল্য ৬ লক্ষ ৭২ হাজার টাকা।
এ বিষয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সুানমগঞ্জ সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজুপূর্বক আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।