1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৬ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

এবার হাওরের নাম বিকৃত করে পাউবো’র সাইনবোর্ড

  • আপডেট সময় সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার ::
ছোট-বড় ১৩৭টি হাওর রয়েছে সুনামগঞ্জ জেলায়। এরমধ্যে দেখার হাওর সুনামগঞ্জ সদর, শান্তিগঞ্জ, ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় বিস্তৃত। এই হাওরে আবাদী জমির পরিমাণ ২৪,২১৪ হেক্টর, প্রতি বছর প্রায় দেড় লাখ মেট্রিক টন ফসল উৎপাদন হয়। দেশের যেকোন প্রান্ত থেকে সড়কপথে সুনামগঞ্জ শহরে প্রবেশ করতে ডানদিকের হাওরটি ‘দেখার হাওর’ হিসেবে পরিচিত।
সম্প্রতি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সুনামগঞ্জ অফিসের উদ্যোগে এই হাওরপাড়ের বিভিন্ন স্থানে ‘ডেকার হাওর’ নাম উল্লেখ করে সাইনবোর্ড লাগানো হয়েছে। বিষয়টি নজরে পড়ায় হাওরপাড়ের বাসিন্দারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। হাওরের নাম বিকৃত করায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ক্ষোভ প্রকাশ করেছেন কেউ কেউ।
এর আগে, সম্প্রতি তাহিরপুর উপজেলার ‘বৌলাই নদী’র নাম বিকৃত করে ‘বাউলাই নদী’ লিখে তাহিরপুর থানার সামনে পানি উন্নয়ন বোর্ড সাইনবোর্ড টাঙায়। এছাড়াও তাহিরপুরে পাটলাই নদীর নাম বিকৃত করে ‘পাটনাই’ লিখে সাইনবোর্ড টাঙিয়েছিল পানি উন্নয়ন বোর্ড।
এদিকে, পানি উন্নয়ন বোর্ডের সাইনবোর্ডে দেখার হাওরের নাম সঠিকভাবে লেখার দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে। গত রবিবার দুপুরে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেন ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
লিখিত আবেদনে উল্লেখ করা হয়েছে, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড বিভিন্ন এলাকার সাইবোর্ডে ‘দেখার হাওর’কে পরিবর্তন করে ‘ডেকার হাওর’ বলে নামকরণ করা হয়েছে। কিন্তু এই হাওরের সঠিক ও শুদ্ধ নাম ‘দেখার হাওর’। এই হাওরের জমি জেলা প্রশাসকের এসএ ও বিএস খতিয়ানে দেখার হাওর নামে মৌজা লিপিবদ্ধ রয়েছে। হাওরপাড়ের একজন কৃষক হিসেবে নাম সংশোধনের দাবি জানিয়েছেন তিনি।
সম্প্রতি সুনামগঞ্জ-সিলেট সড়কের পূর্ব পাশে সুনামগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের কাছে পানি উন্নয়ন বোর্ড স্থায়ী সাইনবোর্ড স্থাপন করে ‘ডেকার হাওর’ বলে নামকরণ করেছে।
দেখার হাওরপাড়ের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা জুলহান উদ্দিন স্বপন বলেন, জন্মের পর থেকেই শুনে আসছি এটি দেখার হাওর। কয়েক দিন আগে পানি উন্নয়ন বোর্ড স্থায়ী সাইনবোর্ড স্থাপন করে লিখে দিয়েছে ডেকার হাওর। এভাবেই লিখে দিলেই কি হাওরের নাম বদলে যায়?
জেলা প্রশাসক দিদারে আলম মো. মাকসুদ চৌধুরী বলেন, যেকোন এলাকা বা অঞ্চলের নামের সাথে স্থানীয় জনগোষ্ঠীর অনেক আবেগ ও ইতিহাস-ঐতিহ্য জড়িত থাকে। হাওরের ভুল নামের বিষয়ে যদি আবেদনকারীর উপযুক্ত প্রমাণপত্র থাকে তাহলে অবশ্যই সঠিক নাম লিখতে হবে। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ করব আমরা।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পওর শাখা-১ এর নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার বলেন, আমাদের প্রাতিষ্ঠানিক কাগজপত্র অনুযায়ী হাওরটির নাম ডেকার হাওর। স্থানীয়রা যদি এই নাম নিয়ে আপত্তি জানান তাহলে জেলা প্রশাসকের সাথে কথা বলে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com