স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের অংশ হিসাবে শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের ক্ষুদে শিল্পীরা অংশ নেয়। অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, বাউলগান, কবিতা আবৃত্তি, দলীয় সংগীত, একক সংগীত, নৃত্য ও ধামাইল গান পরিবেশন করা হয়।
অনুষ্ঠান পরিকল্পনা ও সমন্বয়কের দায়িত্ব পালন করেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক পাভেল।
অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব পালন করেন জেলা শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক সন্তোষ কুমার চন্দ মন্তোষ। অনুষ্ঠান উপস্থাপনা করেন সংগীতের শিক্ষার্থী শুভনীতা কর গুণী।
সংগীতানুষ্ঠান পরিবেশনে তবলায় ছিলেন অমিত বর্মণ, অক্টোপেডে ছিলেন রুম্মান আলতাফ। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবকসহ নানা শ্রেণিপেশার সংগীতানুরাগীরা উপস্থিত ছিলেন।