স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৩৯ বোতল ভারতীয় মদসহ হুশিয়ার মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি সদর থানার হামিলপুর গ্রামের আব্দুস সামাদ ছেলে। শনিবার (১৬ সেপ্টেম্বর) বেলা সোয়া বারোটায় সুনামগঞ্জ সদরের কুরবাননগর ইউনিয়নের হামিলপুর বিলের ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩৯ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
পুলিশ জানায়, হুশিয়ার আলীর বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজুপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।