স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, সুনামগঞ্জ জেলা শাখার ২০২৩-২০২৫ সনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সুনামগঞ্জ শহরের কাজীর পয়েন্টস্থ জেলা কার্যালয়ে নতুন কমিটির শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে নতুন পরিষদের নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করার সংগঠনের কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা মনসুর আহমদ লস্কর।
সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি কাজী শামসুল হুদা শোয়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামাল হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক অজিত চন্দ্র দাসের পরিচালনায় শপথগ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি মো. মুসলেহ উদ্দিন, যুগ্ম মহাসচিব মো. আব্দুল খালিক ও সাবেক উপদেষ্টা জ্যোতিরিন্দ্র নারায়ণ চৌধুরী, সিলেট জেলা শাখার সভাপতি সফিকুর রহমান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ আলী, শওকত আলী, মাসুদ আকতার, মিহির চক্রবর্তী, জেলা কমিটির নবনির্বাচিত সহ-সভাপতি মো. নুর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক রেবুল কুমার দাস, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শিব্বির আহম্মদ, সদস্য পিযুষ শর্মা প্রমুখ।