ছাতক প্রতিনিধি ::
সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের ৭দফা দাবিতে ছাতকে গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচি পালন করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ছাতক উপজেলা ও পৌর শাখার শাখা।
শনিবার (১৬ সেপ্টেম্বর) শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া প্রাঙ্গণে সকাল-সন্ধ্যা কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ছাতক উপজেলা শাখার সভাপতি অধ্যাপক হরিদাস রায়। এতে সঞ্চালন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ছাতক উপজেলা শাখার সাধারণ সম্পাদক অরুণ দাস ও পৌর শাখার সভাপতি কালিদাস পোদ্দার।
কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, ২০১৮ সালে জাতীয় নির্বাচনী ইশতেহারে সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন করতে হবে।
কর্মসূচিতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, গৌরাঙ্গ মহাপ্রভু আখড়ার সভাপতি এডভোকেট পীযুষ ভট্টাচার্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল রায়, রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি ইঞ্জিনিয়ার রবীন্দ্র কুমার দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ছাতক পৌর শাখার সাধারণ সম্পাদক দুলন তরফদার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ছাতক শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাবেক প্রচার সম্পাদক পংকজ চৌধুরী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পৌর শাখার সাধারণ সম্পাদক সৌরভ দাস, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি মোহন্ত কুমার রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পৌর শাখার সাবেক সভাপতি বাবুল পাল, শ্রীশ্রী চৈতন্য সংঘের সভাপতি লিটন ঘোষ, ত্রিনয়নী দুর্গাপূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধীর মালাকার, ঝলক দাস, সুজিত পাল, সুজয় দাস, মৃদুল দাস প্রমুখ। কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলীম, সাংবাদিক তমাল পোদ্দার।