ধর্মপাশা প্রতিনিধি ::
প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ইং প্রতিযোগিতায় জেলার মধ্যে শ্রেষ্ঠ ইউএনও হয়েছেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শীতেষ চন্দ্র সরকার এবং এবং ধর্মপাশা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়টি জেলার মধ্যে শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে।
মঙ্গলবার সুনামগঞ্জ শহরের প্রাইমারি ট্রেনিং ইন্সটিটিউটে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে বৃহস্পতিবার এসে পৌঁছেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, জেলার মধ্যে ধর্মপাশার ইউএনও শীতেষ চন্দ্র সরকার শ্রেষ্ঠ ইউএনও এবং জেলার মধ্যে ধর্মপাশা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়টি শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে।