1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৮:২৯ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

স্বাধীনতাকে ব্যর্থ হতে দেব না : প্রধানমন্ত্রী

  • আপডেট সময় শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩

সুনামকণ্ঠ ডেস্ক ::
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ব্যর্থ হতে দেব না। জনপ্রতিনিধিরা মানুষের কল্যাণে কাজ করবেন। আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব।
বৃহ¯পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকার মন্ত্রণলায় এই অনুষ্ঠানের আয়োজন করে।
গণভবনে উপস্থিত প্রতিনিধিদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনারা তৃণমূলের মানুষ, জনগণের ভোটে নির্বাচিত জনগণের সেবক। জনগণের কল্যাণে কাজ করা আপনার-আমার সবারই দায়িত্ব। এই দায়িত্ব যথাযথভাবে পালন করে মানুষের আস্থা বিশ্বাস অর্জন করে এগিয়ে যাবেন। তাহলেই বাংলাদেশ, আমাদের প্রিয় মাতৃভূমি এগিয়ে যাবে।
এবার দেশে প্রথমবারের মতো ‘স্থানীয় সরকার দিবস’ উদযাপন হচ্ছে। ‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’ স্লোগান নিয়ে দিবসটি উদযাপন করা হচ্ছে। দিবসটি উদযাপন উপলক্ষে সারাদেশের স্থানীয় সরকারের আওতাধীন প্রায় ৭ হাজারের বেশি জনপ্রতিনিধি যোগ দেন। সকাল ১১টা ২০ মিনিটে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা বক্তব্য দেন।
এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। ধর্মীয় গ্রন্থপাঠে অনুষ্ঠানের শুরু হয়। স্বাগত বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইবরাহিম। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের বক্তব্য পর্ব শুরু হয়।
সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর, পৌরসভা মেয়র ও কাউন্সিলর, জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং সাড়ে ৪ হাজারেরও বেশি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে আমন্ত্রণপত্র জানানো হয়েছিল। তবে সাময়িক বরখাস্ত হওয়া জনপ্রতিনিধি এবং যাদের নামে মামলা রয়েছে, তারা আমন্ত্রণপত্র পাননি।
শেখ হাসিনা বলেন, পিতা-মাতা-ভাই সব হারিয়েছিলাম। বিদেশের ছোট বোন এবং আমাকে রিফিউজি হিসেবে থাকতে হয়েছিল। আমার ছোট বোন রেহানার পাসপোর্টটাও জিয়াউর রহমান দেয়নি। সময় শেষ হয়ে গিয়েছিল রিনিউ করে দেয়নি। আমরা নিজেদের নামটাও ব্যবহার করতে পারতাম না নিরাপত্তার জন্য, যে দেশ আশ্রয় দিয়েছিল। তবু তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই। একাত্তরে যেমন আমাদের দেশের মানুষকে আশ্রয় দিয়েছে,পরবর্তীতেও দিয়েছে।
আওয়ামী লীগ সভাপতি নির্বাচিত করার জন্য দলের নেতা-কর্মীসহ জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, হারিয়েছিলাম বাবা-মা-ভাই। পেয়েছি বিশাল জনগোষ্ঠী যারাই আমার পরিবার। বাংলাদেশে মানুষেই আমার আপনজন। তারাই আমার পরিবার। সেখানেই আমি খুঁজে পেয়েছি আমার সমস্ত শক্তি।
সরকারপ্রধান বলেন, জাতির পিতা বঙ্গন্ধু শেখ মুজিব দেশ স্বাধীন করেছিলেন বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। গণমানুষের কল্যাণের জন্য। ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য। সেই তৃণমূল মানুষের প্রতিনিধি হিসেবে আজকে আপনারা এখানে এসে বক্তব্য দিয়েছেন।
মাদক সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে স্থানীয় সরকার জনপ্রতিনিধিদের রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কেউ যেন এই মাদক-সন্ত্রাস-জঙ্গিবাদের সাথে স¤পৃক্ত না হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে।
সারাদেশে ৫৬০টি মডেল মসজিদ করার পাশাপাশি মন্দির মসজিদ প্যাগোডা গীর্জা সংস্কার করে দেয়ার প্রসঙ্গ তুলে ধরেন সরকারপ্রধান। তিনি বলেন, এই দেশ অসা¤প্রদায়িক চেতনার দেশ। শুধু আমরা মসজিদ করে দিচ্ছি সেটা না। আমরা কিন্তু মন্দির বা গীর্জা প্যাগোডা যেটা যখন প্রয়োজন আমরা তাদেরকেও সহযোগিতা করছি। ঢাকেশ্বরী মন্দির সেটাও আমরা তৈরি করে দিয়েছি। কারণ বিএনপির আমলে অনেক মন্দির ভেঙ্গে ও পুড়িয়ে দিয়েছিল। কাজেই আমাদের যারা অন্যান্য স¤প্রদায় তাদের সঙ্গে আমরা এক হয়ে চলি। কারণ একই সঙ্গে যুদ্ধ করে আমরা বিজয় অর্জন করেছি।
এই বিষয়গুলোর দিকেও স্থানীয় জনপ্রতিনিধিদের ভালোভাবে নজর দেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমাদের দেশটাকে আমরা আরও উন্নত করতে চাই, এগিয়ে নিতে চাই। জাতির পিতার স্বপ্নের বাংলাদেশে ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি। এখন আমাদের লক্ষ্য আমরা
বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ করব। বাংলাদেশ আজকে সারাবিশ্বব্যাপী মর্যাদা পেয়েছে। এই মর্যাদা ধরে রাখব। আর সেই সাথে সাথে বাংলাদেশ যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে। এখন ঘোষণা দিয়েছি আমরা স্মার্ট বাংলাদেশ করব।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের যেটুকু স¤পদ আছে, তা নিয়েই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেইভাবেই সবাইকে কাজ করার জন্য অনুরোধ জানাই। আমরা একটানা তিনবারে সরকারে এসেছি। ২০০৯’র নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে একটা স্থিতিশীল পরিবেশ রেখে আমাদের উন্নয়নের কাজ করতে পেরেছি। গণতান্ত্রিক ধারাটা বজায় রাখতে পেরেছি। যার জন্য আমরা একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত উন্নয়ন করতে সক্ষম হয়েছি।
সরকার প্রধান বলেন, এখনো আমি জানি অনেক গ্রামে কাঁচা রাস্তা আছে। সেগুলি আল্লাহর রহমতে থাকবে না। ইনশাআল্লাহ আবার যদি জনগণের সেবার সুযোগ পাই, নিশ্চয়ই আমরা সেগুলোও করে (পাকা) দেব। কারণ প্রত্যেকটা গ্রাম শহরের মতো গড়ে উঠবে। আমার গ্রাম আমার শহর আপনারা জানেন সেই পদক্ষেপও আমরা নিয়েছি। সেইভাবে গড়ে তুলবো।
সারাদেশে অবকাঠামা উন্নয়নে রাস্তাঘাট পুল ব্রিজ করে দেয়ার প্রসঙ্গ তুলে শেখ হাসিনা বলেন, পদ্মা সেতু নিয়ে আমাদের ওপর অভিযোগ দিয়েছিল। চ্যালেঞ্জ দিয়েছিলাম নিজের অর্থে করবো। সেই চ্যালেঞ্জ মাথায় রেখেই নিজেদের অর্থে পদ্মা সেতু করেছি। পদ্মার রেললাইনও করে দিয়েছি। কাজেই এখন আর যোগাযোগের কোন অসুবিধা নাই।
প্রধানমন্ত্রী বলেন, আপনারা তৃণমূলের মানুষ। জনগণের ভোটে নির্বাচিত জনগণের সেবক। জনগণের কল্যাণে কাজ করা এটা আপনার-আমার সকলেরই দায়িত্ব। আর এই দায়িত্ব যথাযথভাবে পালন করে মানুষের সেবা করে, মানুষের আস্থা বিশ্বাস অর্জন করে আপনারা এগিয়ে যাবেন। কারণ একবার যখন মানুষ আপনাকে ভোট দিয়েছে মানুষ যেন আবার আপনাকে ভোট দিতে পারে, আপনাদেরও সেই মানুষের আস্থা বিশ্বাস অর্জন করতে হবে।
তিনি বলেন, আর আমরাও এটা চাই, আজকে যে উন্নয়নটা দীর্ঘদিনের কষ্টের ফসল। এটা যেন আর নষ্ট করতে না পারে। কারণ ১৯৯৬ থেকে ২০০১ যতটুকু এগিয়েছিলাম আবার ওই বিএনপি-জামায়াত জোট পিছিয়ে দিয়েছিল। ২০০৯ থেকে ২০২৩ বাংলাদেশের যে অগ্রযাত্রা এটা যেন
অব্যাহত থাকে। কাজেই জনগণের কাছে আমার এটাই আহ্বান থাকবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলে জাতিসংঘ ঘোষিত এসডিজি সেটা বাস্তবায়ন করে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্ব দরবারে আরও উচ্চ আসনে নিয়ে যেয়ে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব।
স্থানীয় সরকারের উদ্যোগে সরকারের টানা মেয়াদে নানামুখী পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ করে তা বাস্তবায়ন করাসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা প্রদানের প্রসঙ্গ তুলে ধরেন প্রধানমন্ত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com