স্টাফ রিপোর্টার ::
ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন, দেবোত্তর বোর্ড ও হিন্দু ফাউন্ডেশন বাস্তবায়নসহ ৩দফা দাবিতে বৃহস্পতিবার বিকেলে শহরের আলফাত স্কয়ারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত মানববন্ধন থেকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তিন দিনের ছুটি প্রদানের দাবিও জানানো হয়।
স্বপন কুমার দাসের সভাপতিত্বে ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমল বণিকের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অ্যাড. গৌরাঙ্গপদ দাস, আরতি তালুকদার, সাংগঠনিক স¤পাদক অ্যাড. রাধাকান্ত সূত্রধর, পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লোহ, শান্তিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্যোতিভূষণ তালুকদার, সাধারণ সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, ছাতক উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল রায়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সন্তোষ রায় সন্তু, প্রদীপ কুমার চৌধুরী, বিপ্রেশ রায় বাপ্পী, মলি রায়, জবা ঘোষ, রুপালি সোম, প্রসেনজিৎ নন্দী, বিধান দাস, লিটন চৌধুরী, অমর দাস, বিমান ঘোষ, শুভব্রত বসু, সিদ্ধার্থ এষ, নিউটন দাস, প্রদীপ বণিক, অরুণ তালুকদার, সুমন বণিক, পরিমল তালুকদার, জয়ন্ত বণিক, পিনাক দাস, অবনী দাস, বিধান তালুকদার, শিশির তালুকদার, বিভা রায়, পিংকু চক্রবর্তী, গৌরাঙ্গ পাল, পিংকু দাস, রুদ্র দেব প্রমুখ।